কসবায় হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অভিযোগ
কসবা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)॥ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা। পৌর এলাকার সুপার মার্কেট চত্তরে (২০ নভেম্বর) গতকাল দুপুরে এ সংবাদ সাম্মেলন অনুষ্টিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির অংশীদার কার্তিক কর্মকার। সংবাদ সম্মেলনে এলাকার ভূমি দস্যু চক্র একটি প্রভাবশালী মহলের সহায়তার মিথ্যা ওয়ারিশ সনদপত্র সংগ্রহ করে তার সম্পত্তি গ্রাস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এবং যে কোনো সময় তার পরিবার পরিজনদের প্রাণনাশ ঘটাতে পারে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ব্যাপারে কার্তিক কর্মকার বাদি হয়ে কসবা থানায় গত ১৭-১১-২০১৪ইং তারিখে ছোটন মিয়া , শাহীন মিয়া ও জাহাঙ্গীর মিয়া সহ ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জমির অংশীদার কার্তিক কর্মকার। এসময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোশারব হোসেন ইকবাল,পৌর কাউন্সিলর আবু জাহের, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, মোঃ সিরাজুল ইসলাম ব্যবসায়ী,সাবেক পৌর কাউন্সিলর মোঃ দুলাল মিয়া.ইদন সরকার, মো. গেদু মিয়া, মো.আবুল হাসেম, মো. সানু মিয়া, নিত্ত কর্মকার, হামিদ মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।