Main Menu

কসবা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড.মোঃআনিসুল হক ভুঞা বিজয়ী

+100%-

কসবা প্রতিনিধি :: সোমবার অনুষ্ঠিত কসবা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড.মোঃআনিসুল হক ভুঞা (মোটর সাইকেল) ৯৬৭৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত প্রার্থী মোহাম্মদ ইকলিল আজম(আনারস) ৩০২১২ ভোট পেয়েছেন।

সাধারণ ভাইসচেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী অধ্যাপিকা শাহীন সুলতানা(টিয়া পাখি) ৭০১১৯ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সমর্থিত প্রার্থী কাজী সিরাজুল ইসলাম(উড়োজাহাজ) ৩৯৩৩২ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী মোসা: বিলকিস বেগম(হাঁস) ৯১৬৬৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত প্রার্থী  লুৎফুন নাহার রিনা(ফুটবল) ৪১৩১১ভোট।

চেয়ারম্যান পদে আয়ুব আলী(দোয়াত কলম) ৬৫ ভোট,তারেক আহম্মেদ আদেল(কাপ-পিরিচ) ১১৫৪৯,মুজিবুর রহমান(ফেজ টুপি) ৮৯,মোঃ মোস্তাফিজুর রহমান(টেলিফোন) ৭৩১,মোহাম্মদ আক্তার হোসেন লিটন(ঘোড়া) ৬৫ভোট এবং  ভাইস চেয়ারম্যান (সাধারণ) মোঃ শরীফুল ইসলাম(তালা) ২৫৫১৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন । উপজেলঅ চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট সংখ্যা-১৩৪৯৬৮,এর মধ্যে বাতিলকৃত ভোট সংখ্যা-৯৬২৭,সর্বমোট প্রদও ভোটের সংখ্যা ১৪৪৫৯৫ ভোট।

ভাইস চেয়ারম্যান (সাধারণ)পদে বৈধ ভোট সংখ্যা ১৩৪৯৬৮,এর মধ্যে বাতিল ভোট সংখ্যা ৯৬২৭,সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা ১৪৪৫৯৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ ভোট সংখ্যা ১৩২৯৭৯,এর মধ্যে বাতিল ভোট সংখ্যা ১১৫৫০,মোট প্রদও ভোট সংখ্যা ১৪৪৫২৯ ভোট। উপরোক্ত বেসরকারি ফলাফল  জালাল সাইফুর রহমান, কসবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার কসবা উপজেলা পরিষদ নির্বাচন ২০১৪ রাত প্রায় ১২টা ২২মিনিটে সহকারী রিটানিং অফিসারের কার্যালয় থেকে ঘোষণা সহ বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফলের শিট প্রদান করেন।

এই সময় সহকারী কমিশনার(ভূমি) কসবা সোহেল আহাম্মেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,যুবলীগ নেতা এমজি হাক্কানী,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীসহ প্রমুখ নেতাকর্মী,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বিজয়ী প্রার্থীদের কে নেতাকর্মীরা বিজয়ের মালা প্রদানসহ সরকারী কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।






Shares