Main Menu

অপরাধ প্রতিরোধে সকলের সহযোগিতা চাইলেন জেলা পুলিশ সুপার জনাব মনিরুজ্জামান পিপিএম

+100%-

কসবা প্রতিনিধি :  আজ (১৪ ডিসেম্বর ) শনিবার বিকালে কসবা উপজেলার  আইন শৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ প্রতিরোধকল্পে থানার গোল ঘরে এলাকার সচেতনমহল এবং বাজার ব্যবসায়ীদেরকে নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

কসবা থানা অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমানের সভাপতিত্বে পরামর্শ সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব মনিরুজ্জামান পিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান,কসবা উপজেলা চেয়ারম্যন রুহুল আমিন বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, এএস পি সার্কেল নবীনগর,ওসি ডিবি,ওসি তদন্ত কসবা থানা প্রমুখ।

পরামর্শ সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,কসবা পশ্চিম ইউপি চেযারম্যান জহিরুল হক খান, কসবা পৌর কাউন্সিলর আবু জাহের,কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো.ফুল মিয়া মাস্টার ও সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন,নতুন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ। পুলিশের পে বক্তব্য রাখেন কসবা থানার ওসি তদন্ত মো. মফিজুল হক ভুইয়া, উপ পুলিশ পরিদর্শক সমুন কমার আদিত্য, উপ পুলিশ পরিদর্শক মজিবুর রহমান(১), উপ পুলিশ পরিদর্শক মোকাদ্দেছ।

এই সময় আরোও উপস্থিত ছিলেন সাবেক উপ পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম ভুইয়া রুগু,কসবা উপজেলা প্রেসকাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, জাতয়ি পার্টির সাধারণ সম্পাদক মনিরুল হক,মো.আকরাম খান, প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোকপাত করেন এবং অপরাধ প্রতিরোধকল্পে ব্যবসায়ী মহলের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।






Shares