Main Menu

কায়েমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধ বিষযক মতবিনিময় সভা

+100%-
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কায়েমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা গত মঙ্গলবার বিকালে স্থানীয় ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কসবা-আখাউড়া উপজেলা বাংলাদেশ ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো.আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান, কসবা-আখাউড়া উপজেলার বাংলাদেশ ইউপি চেয়ারম্যান ফোরাম সভাপতি ও বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট এম. এস.আলম ভুইয়া দুলাল ,মইনপুর বিজিবি অধিনায়ক হাবিলদার মো.আব্দুল করিম ও কায়েমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো.হেবজুল বারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মইনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হুমায়ন কবীর, ডাঃ সুলতান আহাম্মদ, চাটুয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো.ওয়ালি উল্লাহ,সহকারী শিক্ষক মো.সোলেমান খান, কায়েমপুর ইউপি সদস্য গাজী ফিরোজ মিয়া,মো.শাহ আলম, আবুল হোসেন,গাজী শাহ আলম,মানিক মিয়া,নার্গিস আক্তার, সাবেক ইউপি সদস্য আবুল বাশার ভুইয়া,হারুনুর রশীদ , আনোয়ার হোসেন দারোগা (অবঃ) প্রমুখ।
প্রধান অতিথি জালাল সাইফুর রহমান বলেন, শীতকালীন কুয়াশা ঢাকা রাত্রি তাই গ্রাম ও ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে একমাস গ্রাম পাহাড়ার ব্যবস্থা করা হলেই ডাকাত প্রতিরোধ সম্ভব হবে তিনি অভিমত প্রকাশকরেন।
মতবিনিময় সভায় বক্তাগণ চুরি ডাকাতি প্রতিরোধে প্রতিটি গ্রাম ও পাড়া পাড়ায় রাত্রি জেগে পাহাড়ার ব্যবস্থাসহ মাদক সহ চোরাচালান প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মতবিনিময় সভার মাধ্যমে কমিটি গঠনের পরামর্শ  দিয়েছে।






Shares