প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আড়াই হাজার কেজি ভারতীয় কিসমিসসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। এসময় একটি পিকআপও আটক করা হয়। মঙ্গলবার ভোর ৫টার দিকে বিজিবি’র ১২ ব্যাটালিয়নের আখাউড়ার গঙ্গাসাগর বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার শাহজাহান এর নেতৃত্বে কসবা উপজেলার তালতলা-সৈয়দাবাদ সড়কে তল্লাশীকালে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-৫২৩৮) থেকে ২৪৭৫ কেজি ভারতীয় কিসমিছ উদ্ধার করে। এ সময় নারায়নগঞ্জ জেলার নবীগঞ্জের স্বপন-(২৮), মোঃ সোহেল-(২৫) এবং গাড়ির চালক মুন্সিগঞ্জ জেলার নেত্রাপট্টির মোঃ রাসেল-(৩০) মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নায়েক সুবেদার মোঃ শাহজাহান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিক আপ ভর্তি কিসমিস উদ্ধার করা হয়েছে। এসময় ৩ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, উদ্ধারকৃত কিসমিসের মূল্য প্রায় ১২ লাখ ৩৭ হাজার ৭ শ টাকা।
|