Main Menu

জনবলের অনুমোদন ছাড়াই, কসবায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন

+100%-

প্রতিবেদক : জনবলের অনুমোদন ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার দুপুরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত নতুন ভবন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ শাহ্আলম এমপি।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান, বিএমএ’র কেন্দ্রীয় নেতা ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহআলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি এম.জি হাক্কানী, সাধারণ সম্পাদক মোঃ আবু জাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ এমরান উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।
উল্লেখ্য, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালেই চিকিৎসক কর্মচারী ও চিকিৎসা সরঞ্জামাদিসহ নানাবিধ সমস্যা রয়েছে।






Shares