Main Menu

কসবায় বাড়িঘর ভেংঙ্গে রাস্তা নির্মাণ

+100%-

কসবা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভাস্থ শাহপুর গ্রামের মধ্যপাড়ায় প্রায় ১২০বছর ধরে বসবাসরত ৪টি পরিবারকে গত ৯জুলাই মঙ্গলবার বাড়িঘর ভেংঙ্গে ও ঘরের মিটার নিয়ে গিয়ে পারিবারিক রাস্তা করার সংবাদ পাওয়া যায়। গত ৯ জুলাই মঙ্গলবার প্রায় ১১টায় কসবা উপজেলা থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নায়েব,স্থানীয় ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো.ফারুকসহ মধ্যে পাড়ার  ভুইয়া বাড়ির লোকজনের উপস্থিতিতে একটি প্রভাবশালী মহলের ইংগিতে নিরহ আয়ুব আলী পিতা-মৃত্যু মরতুজ আলীর পুত্রদ্বয়,জনাব আলী,তৈয়ব আলী,মোহাম্মদ আলীর এই একই পরিবারের ৩/৪টা একমাত্র বাসস্থানের টিনের ঘর তাদের অবর্তমানে ভেংগে ফেলে। এবং ঘরভাঙ্গা থেকে কেউ প্রতিরোধ করতে কেউ এগিয়ে আসেনি। আয়ুব আলীর পরিবাররা  এক পর্যায়ে জাহাঙ্গীর ভুইয়া,ছিদিক ভুইয়া,মনমিয়া গং পরিবারকে চলাচলের রাস্তা দিলেও নির্বাচনী প্রতিহিংসার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে দেওয়াকৃত রাস্তাকে খাল কেটে তাদের বাড়িঘর কৌশুলে ভেংঙ্গে দিয়ে পুনরায় রাস্তা নিমার্ণে করে মানবাধিকার লঙ্গন করেছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ পরিবারটি। এই নিয়ে  বিজ্ঞ আদালতে ২৩৫নং ১৯২৭ ইং-দেং-মোকাম কসবা মুনসেফী আদালত থেকে শুরু করে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে বেশ কয়েকবার মামলা মোকাদ্দোমা হয়েছে।অপর দিকে কসবা উপজেলা ভূমি অফিস স্বারক নং-ভূ-সম্পওি-৫৫৫(৬)তাং-২২-৪-২০১৩ইং সহকারী কমিশনার (ভূমি) একটি নোটিশে অবৈধ স্থাপনা গত ৬/৫/২০১৩ইং অপসারণ করত বলা হয়। আয়ুব আলী গত ৫মে ২০১৩ইং উরোক্ত কমিশনারের কাছে স্থাপনা অপসারণের জন্য সময় প্রার্থনা করি এবং মুখিক ভাবে নির্দেশ দেয় ৪/৫ হাত রাস্তার জাগা দিয়ে মিমাংসা করার জন্য। এক পর্যায়ে কাজী তাহসেন,সাবেক কমিশনার তাজুল ইসলাম,আব্দুু রৌফ কাউন্সিল সহ  গ্রাম্য এক শালিশীর মাধ্যমে সেই মুখিক আদেশ মোতাবেক রাস্তা প্রদান  করেও তারপরও তাদের বসতবাড়ির ঘর গুলো রক্ষা করতে পারেনি এই প্রভাবশালী মহলের হাত থেকে। এই কথা গুলো বলনে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে আয়ুব আলী। তিনি আরও জানান আমাদের ঘর,গাছপালা,ধান ,চাউল সহ ক্ষতির পরিমান আনুমানিক প্রায় আট লাখ টাকা বলে কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদেরকে জানান। অবশেষে বিজ্ঞআদালত ও স্থানীয় প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছে আয়ুব আলী সহ তার পরিবার।  
এই দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিল ফারুক জানান র্দীঘ দিন আযুবআলীর পরিবার অবৈধভাবে দখলের ফলে ভুইয়া বাড়ির লোকজন চলাচলের রাস্তাটি স্থানীয় প্রশাসনের মাধ্যমে অপমুক্ত কওে দেয় । এই দিকে সরকারী কমিশনার (ভূমি) আবুল ফাতে মো. শফিকুল ইসলাম বলেন বিধিমোতাবেক অবৈধ স্থাপনা  অপসারণ করা হয়েছে।   






Shares