Main Menu

শিক্ষিত নারীরা নারী উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখেতে পারে -জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার

+100%-

প্রতিনিধি: আজ রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা অডিটরিয়ামে উপজেলা এবং ইউনিয়র পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে নারী উন্নয়ন গঠন বিষয়ক ১দিনের কর্মশালা অুনষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু ফাতা মো. সফিকুল ইসলাম,কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, কৃষি অফিসার সৌরজিদ দাস, শিা অফিসার লায়লা নুর, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা প্রমুখ।কসবা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদেও মহিলা সদস্য ও কসবা পৌরসভার মহিলা কাউন্সিল গণ। প্রধান অতিথি  জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার বলেন নারী মতায়ানে নারীদেরকে শিতি হতে হবে।শিা ছাড়া উন্নয়নের কোন বিকল্প নেই।পৃথিবী সৃষ্টির পর থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা বলিষ্ঠ ভূমিকার রাখার বিষয়ে আলোকপাত করেন। এই সময় কসবা উপজেলা প্রেসকাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক সোহরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।






Shares