প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া কসবায় পুলিশের সাথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫জন আহত হয়েছে। এদিকে পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল করেছে। তারা জামায়াত-শিবিরের অফিস ভাঙচুর করাসহ মালালমাল পুড়িয়ে দিয়েছে। বৃস্পতিবার বিকেলে এসব ঘটনা ঘটে।
জানা যায়, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নতুনবাজার এলাকায় পৌঁছার পর পুলিশ বাঁধা দিলে পুলিশের উপর হামলা চালায় মিছিলকারীরা। এক পর্যায়ে পুলিশের সাথে জামায়াত-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় চার পুলিশ সদস্য, সাংবাদিক সহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। অপরদিকে বিকেলে কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে বিােভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জামায়াত-শিবিরের অফিস ভাঙচুর করাসহ অফিসের মালামাল পুড়িয়ে দেয়। মিছিলকারীরা ইসলামী ব্যাংকের গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে জেলা সদর থেকে ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন,‘বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’