Main Menu

শিক্ষার উন্নয়নে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ ॥ প্রত্যেকটি শিশুর প্রথম শিক্ষক হল মা

+100%-

প্রতিনিধি : বর্তমান সরকারের শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়কে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত করণের প্রথম ধাপ হিসেবে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির উদ্বোধন, মা সমাবেশ, বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়।     বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: কিতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম এডভোকেট এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী মো: আজহারুল ইসলাম, সহকারি

উপজেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল ও আবু নোমান সরকার, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো: আমজাদ হোসেন সরকার, সাবেক কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি এম. জি. হাক্কানী, সাধারন সম্পাদক মো: আবু জাহের, কায়েমপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী ইমদাদুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক পলাশ, কায়েমপুর ইউপি যুবলীগ সভাপতি মো: আবু মুছা ভূইয়া, কায়েমপুর ইউপি ছাত্রলীগ সভাপতি মো: ইসতিয়ার আলম জনি। স্বাগত বক্তব্য রাখেন জাজিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুস্তম আলী। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ শাহআলম এডভোকেট এমপি বলেন; বর্তমান সরকারের শিক্ষানীতি বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন; শিক্ষার উন্নয়ন ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। প্রাথমিক শিক্ষার উন্নয়নে মা’দের ভূমিকা গুরুত্বপূর্ণ কেননা প্রত্যেকটি শিশুর প্রথম শিক্ষক হল তার মা। তিনি সকল মা’দের সন্তানের লেখাপড়ার প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে এমপি কসবা উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা সমন্বয় কমিটি, উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটি ও উপজেলা আইনশ্ঙ্খৃলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।






Shares