Main Menu

কসবায় বৃহওর কুমিল্লা জেলার শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

+100%-
বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিউটের উদ্যোগে ‘শিক্ষা ক্ষেত্রে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক শিক্ষা সেমিনার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা সদর ইন্সটিটিউট মিলনায়তনে সামছুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বৃহওর কুমিল্লা জেলার ১০টি উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধানগণ অংশগ্রহণ করেন। বদিউল আলম সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা এ.কে.এম.বদিউল আলম জামাল শুভেচ্ছা বক্তব্য ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর মাল্টিমিডিয়া প্রদর্শন করেন। শিক্ষা সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্দ কবীর, কসবা টি.আলী কলেজের অধ্যক্ষ তাফাজ্জল হোসেন,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, আড়াইবাড়ি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ পীরজাদা গোলাম সারোয়ার সাঈদী প্রমুখ।






Shares