Main Menu

মায়ের কবরেই শায়িত হলেন বীর জননী জাহানারা হক,কসবা আড়াইবাড়ি দরবারশরীফে কোরআন খতমসহ দোয়া অনুষ্ঠিত

+100%-
কসবা প্রতিনিধি:: মায়ের কবরেই শায়িত হলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর জননী জাহানারা হক। আজ শনিবার  বাদ যোহর মরহুমার জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।  এই কবরের পাশেই শায়িত আছেন তাঁর স্বামী এ্যাডভোকেট সিরাজুল হক এবং পুত্রবধু নূর আমতুল্লা রীণা হক।

জাহানারা হক ৮৫ বযসে আজ (১৮/০৪/২০২০) রাত ৩:৪০ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আইনজীবী ও রাজনীতিবিদ মরহুম সিরাজুল হকের স্ত্রী এবং আইনমন্ত্রী আনিসুল হকের মা।
আজ আছরবাদ আড়াইবাড়ি দরবার শরীফের কেন্দ্রীয় জামে মসজিদে কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলেন উদ্যোগে মরহুমার আত্না শান্তি কামনা করে কোরআন খতমসহ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অংশ গ্রহণ করেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. আনিসুল হক ভুইয়া, কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগু,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম,কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার, সাগর,পৌর কাউন্সিলর আবু ছায়েদ,সায়মুন চৌধুরী, জাবেদ চৌধুরী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা গোলাম সারোয়ার।





Shares