Main Menu

কসবা সিমান্তের শুন্য রেখায় ভারতীয় অংশে ১২ রোহিঙ্গা নাগরিকের অবস্হান। পুশব্যাকের চেষ্টা

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী ,কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গোরাঙ্গলা সিমান্তদিয়ে ১২ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশ ব্যাকের চেষ্টা করছে ভারতীয় সিমান্তরক্ষি বাহিনী ( বিএসএফ)।
বর্তমানে রোহিঙ্গা সদস্যরা ভারত-বাংলাদেশ সিমান্তের শূন্য রেখায় ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ অবস্থায় বাংলাদেশ সিমান্তের সর্তক অবস্থানে আছে বাংলাদেশের সিমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবি’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশ ২০৫৩নং পিলারের কাছে দুই দেশের শুণ্যরেখায় বায়েক গোরাঙ্গলা এলাকা দিয়ে ১২জন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা সিমান্তে অবস্থান নেয়। পরে রোহিঙ্গা নাগরিকেরা দুই দেশের শুন্য রেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। রোহিঙ্গা নাগরিকদের মধ্যে দুইজন পুরুষ,৫জন মহিলা এবং ৫জন শিশু রয়েছে।
নাম প্রকাশে অনইচ্ছুক বিজিবি’র ওই কর্মকর্তা জানান, ভারত বাংলাদেশ সিমান্তরক্ষীদের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বেঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।






Shares