Main Menu

কসবা পৌরসভায় বিজিএফ এর টাকা বিতরণ

+100%-

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় করোনা মোকাবেলা ও আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকারি ভাবে এবং আইনমন্ত্রী আনিসুল হকের সার্বিক সহায়তায় নগদ অর্থ বিতরণ করা হয়।
আজ সকালে মহিলা মাদাসায় কসবা পৌর সভার ৯নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে বিজিএফ এর নগদ টাকা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়াম্যান মো: মনির হোসেন। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী. পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সর্দার,কসবা পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার,৮নং পৌর কাউন্সিলর হেলাল সরকার,পৌর কাউন্সিলর সাজিদুল ইসলাম সজিব ও উপজেলা ছাত্রলীগের সদস্য আলাল হোসেন প্রমুখ। কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন;দেশের সরকার করোনা মোকাবেলা করতে সচেষ্ট রয়েছেন পাশাপাশি আইনমন্ত্রী আনিসসুল হক এমপি অসহায়,দরিদ্র,দুৃ:স্থ পরিবারের মাঝে মানবিক সহয়তা হিসেবে পাশে দাড়াঁনোর জন্য জনপ্রতিনিধি,নেতাকর্মীদেও প্রতি আহবান করেছেন। এছাড়া কসবা পৌরসভার ৩নং ও ৮নং ওয়াডের্র অসহায় পরিবারের রমাঝে বিজিএফ এর নগদ টাকা বিতরণ করা হয়। কসবা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩হাজার ৮১জন অসহায় পরিবারকে ৪৫০টাকা করে ১৩লাখ ৮৬ হাজার ৪শত ৫০ টাকা বিতরণ কার্যক্রম আজ শেষ হয়েছে।






Shares