Main Menu

কসবা পৌরসভার উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

+100%-
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার করোনাভাইরাসের প্রাদুভাব রোধকল্পে পৌরসভার স্টাফ,সাংবাদিক ও জনসাধারণের মধ্যে মাস্ক ও সাবান করা হয়।
আজ ২৪ মার্চ সোমবার সকালে কসবা পৌরসভার উদ্যোগে মেয়র এমরান উদ্দিন জুয়েল. ১হাজার মাস্ক ও ১ হাজার সাবান বিতরণের আগে স্ব -কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন। মেয়র বলেন, মহান আল্লাহ যেন করোনাভাইরাস থেকে মানুষকে জনসচেতনতা করার লক্ষে পৌরসভা এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই সময় কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা থানা অফিসার ইনচার্কজ মোহাম্মদ লোকমান হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, পাক্ষিক সকালে সূর্য পত্রিকার সম্পাদক মোঃসোলেমান খান, প্যানেল মেয়র আবু জাহের, পৌর কাউন্সিলর রগুু মিয়া,হেলাল সরকার,আবু ছায়েদন,জসীম উদ্দিন,কসাব উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, সৈকত আলী,সায়মুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে পৌর মেয়র কসবা পুরাতন বাজার, সিএনজি মোড়, কদম তুলি হাসপাতাল মোড়ে মাস্ক ও সাবান বিতরণ করেন।





Shares