Main Menu

কসবা পৌরসভাকে জোনভিওিক লকডাউন ঘোষণা

+100%-

খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভাকে জোনভিওিক লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।

কসবা পৌর এলাকায় লকডাউন শুরু করেছেন কসবা উপজেলা প্রশাসন। কসবা টি.আলীবাড়ি মোড়,সাহাপাড়া ও কসবা -আখাউড়া রোড। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন।
কসবা পৌরসভা সদরের তিনটি প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে কঠোর নিরাপওা বসানো হযেছে। আজ সকাল থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে নরমেছেন। কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন কসবা থানা পুলিশ।সাথে রেছেন আনসার সদস্যদেরকে।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম টেলিভিশন সাংবাদিকদেরকে জানান,কসবা পৌরসভাকে লকডাউন করা হয়েছে। মানুষসহ যানচলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ।
কসবা সার্কেলের এ এসপি মোঃ মিজানুর রহমান বলেন; লকডাউনে কসবার মানুষ অনেক সচেতন।তারা লকডাউন মানচ্ছেন।
১দিনে ১০করোনা শনাক্ত হওয়ার পর প্রশাসন লকডাউনে ঘুরে দাড়াতে সক্ষ্যম হযেছে।
কসবায় মোট ৩৭ জন করোনা শনাক্ত হয়েছে বলে ডাঃমোঃমামুনুর রহমান সাংবাদিকদেরকে  জানান।





Shares