Main Menu

কসবায় ৩৯১ জনের মাঝে সরকারি চাউল,ডাল,চিনি ও তেল বিতরণ

+100%-
কসবা প্রতিনিধি:: “শেখ হাসিনারর বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউনিয়ন ডিলারের মাধ্যমে প্রতিমাসে ৪৯১ জনের মাঝে খাদ্য সামগ্রী বিক্রি করার হচ্ছে।
আজ সোমবার  সকালে কসবা উপজেলার কায়েমপুরে সরকারি ভাবে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি ধরে চাল ও টিসিবির চিনি প্রতি কেজি-৫০টাকা, মশুর ডাল কেজি-৫০টাকা ও সয়াবিন তেল প্রতি কেজি-৮০টাকা ধরে পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে।
ডিলার কামাল উদ্দিন মোখলেছ জানান কায়েমপুর ইউনিয়নে  ৩শত ৯১ জনকে প্রতি মাসে তিন বার সরকারি বিধিমোতাবেক দরিদ্রদের মাঝে এই সব বিক্রি করা হচ্ছে।
কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী ভুইয়া জানান আইনমন্ত্রীর এলাকায় টিসিবির মালামাল উক্ত ডিলার সঠিক ভাবে বিতরণ করছেন।
খাদ্য বান্ধব কর্মসূচির মালামাল বিক্রিকালে  কসবা উপসহকারি কৃষি অফিসার আব্দুল আলীম, কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।





Shares