Main Menu

কসবায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

+100%-

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা মামলা (ঢাকা কেরানীগঞ্জ থানায় ভিওিহীন অভিযোগ ও হয়রানি থেকে প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কায়েমপুর ইউপির কামালাপুর ডিসি রোড সুবিধাপুর নামক স্থানে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। কসবা উপজেলার মইনপুর গ্রামের মৃত মৌলভী সিরাজুল হক সরকারের পুত্র নুরুল হক জামাল একই এলাকার বাসিন্দা। কামালপুর সুবিধাপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা সুরুজ মিয়ার ছেলে সেলিম মিয়ার নাল সম্পদ জোর পূর্বক দখল করার জন্য ঢাকা কেরানীগঞ্জ থানায়একাধিক মিথ্যা মামলা দিয়ে হরানিসহ সস্ত্রাসী বাহিনী দিয়ে দখল করার চেষ্টা করছেন। ২০২১৯সালে কেরানীগঞ্জ থানার মামলা নং-সি.আর -২৭৬ বাদী শাহ আল,সি.আর মামলা নং-২৭৭ বাদী হাবিবুর রহমানকে দিয়ে নুরুল হক জামালের মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে দেশের আইনমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সেলিম মিয়া আবেদন জানান।

মানববন্ধনকারীরা মামলাবাজ প্রতারক নুরুল হক জামালের বিচার দাবী করেন। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে শেষে নুরুল হক জামালের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন,ভুক্তভোগী মো:সেলিম মিয়া,নসু মিয়া,দানু মিয়া,হারুন মিয়া,সোহেল মিয়া,মুতি মিয়া,আলী আহাম্মদ,শিসন মিয়া,স্বপনা বেগম,রানুয়া বেগম, বুলবুল আহাম্মেদ সহ প্রমুখ।
সেলিম মিয়া গতকাল মঙ্গলবার নুরুল হক জামালসহ ৬জনকে বিবাদী করে কসবা থানায় এজাহার দিয়েছেন। কসবা থানার ওসি মো:আলমগীর ভুইয়া জানান অভিযোগটি এস আই ইমরান হোসেনকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেছেন।






Shares