Main Menu

কসবায় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বছর ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

+100%-

বায়েজিদ পাঠান ঢালী কসবা প্রতিনিধি::  “তিনটি করে গাছ লাগান মুজিব বর্ষের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ জেলার সকল শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল।

কসবা উপজেলার কুটি ইউনিয়ন রামপুর ঈদগাহ ময়দানে হাজী মো: শাহজাহান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির জেলা সমন্বয়কারী কিবরিয়া চেরাগী প্রমুখ।
এই সময় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। রামপুর ঈদগাহ মাঠে ফলদ,বনজ,ঔষধি বৃক্ষের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করা হয়।

বক্তারা বলেন; ওলী আল্লাহর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলা পরিণত করা। তাই সে স্বপ্ন বাস্তবায়নে বৃক্ষরোপনের জুড়ি নেই। চলুন আমরা আগামী দিনে সকল তরীকত ভাইয়েরা আইনমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।






Shares