Main Menu

কসবায় পশুর হাটে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত-১জন গ্ৰেফতার

+100%-
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোরবানির পশুর হাটে গরু বাঁধার জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহত ওই যুবকের নাম মো. শাহ আলম (৩৫)। তিনি  উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ওই হাটে গরু বাঁধার জায়গা নিয়ে শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পাশের মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন শাহ আলম। তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান, ঘটনার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায়  মামলা হয়েছে।





Shares