Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় কার-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার ১৬ জুলাই দুপুর সাড়ে ১১ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন, সিএনজির চালক চাঁন বাদশা (৫০) ও জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আব্দু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪৫)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি প্রাইভটকার কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উজানিসার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক সহ সবাই আহত হন।

তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চালক চাঁন বাদশা ও যাত্রী বিল্লাল হোসেন নিহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


Shares