বিএসএফের গুলিতে ঝাঝরা কসবার দুই যুবক



রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আবারো বিএসএফ’র ছোরা গুলিতে দু’জন আহতের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১ টার দিকে উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের সীমান্তঘেঁষা শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো শ্যামপুর গ্রামের নায়েব আলীর ছেলে আজাদ মিয়া (৩৮) ও একই গ্রামের আবদুল হাকিমের ছেলে রবিউল ইসলাম রবি ( ৪৫)।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন এবং অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। আজাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাড়ির পাশে সালদানদীর ভারতীয় অংশে বালু উত্তোলন করার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়লে তারা আহত হয় বলে জানায় পরিবার। বালু উত্তোলনের পাশাপাশি এরা চোরাকারবারের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।
সীমান্তে বিএসএফের গুলিতে দুজনের আহতদের বিষয়টি নিশ্চিত করেন বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।