Main Menu

কসবা প্রেসক্লাবের কমিটি গঠন

+100%-

কসবায় ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১ মে) সন্ধ্যায় আনন্দ ঘন পরিবেশে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ আরজু এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার সাংসদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র মোঃ গোলাম হাক্কানী,উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, এটিএন নিউজ পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান ও দৈনিক সরোদ সম্পাদক পীযুষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ ও সাংবাদিক বাহাদুর আলম ।

সভায় সর্বসম্মতিক্রমে কসবা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয় । কার্যকরী কমিটিতে রয়েছেন, সভাপতি মোঃ সোলেমান খান (দৈনিক সমকাল), সহ-সভাপতি পদে নেপাল চন্দ্র সাহা (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল খায়ের স্বপন (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোহরাব হোসেন ( দৈনিক প্রথমআলো ), অর্থ সম্পাদক পদে মোঃ অলিউল্লাহ সরকার অতুল ( দৈনিক আমাদের কুমিল্লা ), সাংগঠনিক সম্পাদক পদে লোকমান হোসেন পলা (দৈনিক ম্ক্তুখবর), দপ্তর সম্পাদক পদে মোঃ রুবেল আহমেদ (বাংলা টিভি ও দৈনিক আজকের পত্রিকা), কার্যকরী সদস্য পদে মোঃ আবুল কালাম আজাদ (দৈনিক দিনকাল), ভজন শংকর আচার্য (দৈনিক আমার সংবাদ) ও নাজমুল হক সজল (দৈনিক আমাদের অর্থনীতি) ।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, সাংবাদিকগন হচ্ছেন সমাজের বিবেক। তাদের সঠিক লিখনির মাধ্যমে সমাজ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে । তিনি কসবা প্রেসক্লাবের সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান । তিনি পূর্ব ঘোষিত কসবা প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে সোয়া কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট একটি নান্দনিক ভবন তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে কসবা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটিকে উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।