Main Menu

কসবায় সড়ক দুর্ঘটনায় আহত- ৫। ১ শিশু সন্তান নিখোঁজ

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বায়েক ইউপির কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ডিসি সড়কের সুবিধাপুর নামক স্থানে ১মার্চ বৃহম্পতিবার দুপুরে কোকাকোলা কোম্পানির পিকআপ ভ্যানের সাথে সিএনজির ধাক্কায় ৫জন আহত দুই বছরের এক শিশু বাচ্চা নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়।

আহতরা হলেন জজু মিয়া (৬৫),জয়নাল আবেদীন (৬৭),শিপন মিয়া(৩৫),মোবারক হোসেন (৩৮),অজ্ঞানামা মহিলা (২৮) সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে কসবা ও কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গুরুত্বর আহত অজ্ঞাতনামা মহিলা যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার দুই বছরের শিশুু সন্তান এখনো নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানান।

উক্ত সড়কে উওর দিক থেকে আসা কোকাকোলা কোম্পানির পিকআপভ্যান নং- ঢাকা মেট্রো-অ-১১-৪২৮৮ দক্ষিণ দিকে অভিমুখি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৫জন আহত এক শিশু বাচ্চা নিখোঁজ। দুই গাড়ির চালক ঘটনাস্থ থেকে পালিয়ে যায়।

কসবা থানা পুলিশ ঘটনার স্থল থেকে গাড়ি দুইটি আটক করেছেন ।


Shares