Main Menu

কসবায় ডাকাতি কালে অস্ত্রসহ একজন আটক

+100%-

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ লোকমান ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহম্পতিবার রাতে গোপন সংবাদের ভিওিতে কসবা থানার এস আই ফারুক হোসেন ও এসআই হারুন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতকে আটক করেন।
কসবা থানা পুলিশ জানান; কুমিল্লা সিলেট মহাসড়কের কুটি চৌমুহনী নামক স্থানে বুগীর বামুটিয়া রাস্তায় ডাকাতি প্রস্তুতিকালে এশটি পাইপগানসহ দেশীয় অস্ত্রসহ লোকমান আটক করেন। ডাকাত লোকমানের সাথে থাকা অপর ডাকাতরা পালিয়ে যায় বলে থানা পুলিশ জানান।
লোকমানের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত মামলা রুজু হয়েংছে বলে কসবা থানারঅফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান। আজ সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


Shares