Main Menu

কসবায় এস এস সি-৮৬ ব্যাচের বন্ধু মেলা

+100%-

প্রতিনিধি: “যতই হই বুড়ো,বন্ধুত্বের হয় শুরু” ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এস এস সি- ১৯৮৬ ব্যাচের বন্ধু মেলা ২০২০ইং অনুষ্ঠিত হয়।আজ বৃহম্পতিবার সকালে কসবা সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে এক বন্ধু মেলা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্ররা বিদ্যালয় চত্বরে মিলন মেলায় মিলিত হয়ে মহান বিজয়ের মাসে কোল্লাপাথর বীর শ্রেষ্ঠ শহীদদের সমাধি স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাত্রা করেন।প্রাক্তন ছাত্র কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু ইউছুব ভুইয়ার সভাপতিত্বে মিলন মেলায় বক্তব্য রাখেন, উক্ত বিদ্যালয়ের এস এস সি- ১৯৮৬ ব্যাচের এড.এনামুল হক কাজল,সফিকুল ইসলাম,বোরহান উদ্দিন, মনির হোসেন,বিল্লাল হোসেন, জহিরুল হক প্রমুখ।
বন্ধু মেলার প্রধান আকর্ষণ ছিলেন উক্ত বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। তিনি বিজয়ের মাসে বন্ধু মেলার সকলকে অভিনন্দনসহ শুভেচ্ছা জ্ঞাপন করেন।


Shares