কসবায় ল্যাপটপ পেল ১শ প্রাথমিক বিদ্যালয়




সোমবার (১২ মে) বিকালে কসবা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত আনুষ্ঠানিক ভাবে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশিদ ঢালী, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. সবুজ খান জয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম রব্বানী এবং প্রধান শিক্ষক তাছলিমা আক্তার দীপ্তি।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রযুক্তির আধুনিক সুবিধা পৌঁছে দিতে এ ল্যাপটপ বিতরণ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এতে শিক্ষকদের পাঠদান আরও সহজ ও যুগোপযোগী হবে, পাশাপাশি প্রশাসনিক কাজেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের মাঝেও আধুনিক শিক্ষার মনোভাব তৈরি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ হস্তান্তর করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহাম্মদ ভুইয়া।
« সার্টিফিকেট হারিয়ে গেছে॥ সন্ধান চাই॥ (পূর্বের সংবাদ)