Main Menu

কসবায় লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষার্থীদের ঈদ পুণর্মিলনী

+100%-

রুবেল আহমেদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল রেজিষ্ট্রেশনকৃত ছাত্র/ছাত্রীদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান। সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, বর্তমান ও সাবেক শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী, ম্যানেজিং কমিটির সদস্যসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সাগর চৌধুরীর সঞ্চালনায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা আবদুল খালেক সাহেবের সভাপতিত্বে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সুপার আবদুর রহিম বেলালি, সাবেক সুপার আবুল ফয়েজ, অভিভাবক সদস্য জীবন এবং পূবালী ব্যাংকের এ.জি.এম জনাব ইব্রাহিম চৌধুরী, আব্দুল রশিদ মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কুটি ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসনাত জামান। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সাগর চৌধুরী মাদরাসার নতুন ভবন ও মসজিদ নির্মানে সকলের সহযোগিতা কামনা করেন এবং পুরো অনুষ্ঠানটি সাবেক শিক্ষার্থীদের আর্থিক এবং সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার অতীত ও বর্তমান নিয়ে স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগে আপ্লত হয়ে পড়েন। দীর্ঘদিন পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের দেখা হওয়ায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় ছিলেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আতিকুল ইসলাম, ক্যাশিয়ার রাজন ইসলাম। এছাড়াও ছিলেন হাসনাত জামান রায়হান আহমেদ, সাইফুল ইসলাম (পুলিশ), আশরাফুল ইসলাম রানা চৌধুরী, নাজমুল হাসান, ও মনিরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি ছিল একটি মিলনমেলা। পরিশেষে মাদরাসার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






Shares