কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু



ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ জুন) দুপুরে ও বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা ও বিলঘর গ্রামে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। নিহতরা হলো লেশিয়ারা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে আফসিন (৩) এবং বিলঘর গ্রামের মনির হোসেনের ছেলে মাহিন (৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে লেশিয়ারা গ্রামের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আফসিন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগের দিন বৃহস্পতিবার বিকেলে একইভাবে বিলঘর গ্রামে খেলার সময় পুকুরে পড়ে যায় মাহিন। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, ‘অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহত শিশুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’