Main Menu

কসবায় ঘূর্ণিঝড়ে বাড়িঘর ও গাছপালার ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

+100%-

মোঃ রুবেল আহমেদ : কসবায় ঘুর্ণিঝড়ে ৬টি পরিবারের বাড়ি ঘর সহ ব্যাপক গাছপালা ভেঙে গেছে। শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল ও মেহারী গ্রামে এই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এসময় বিদ্যুতের তাঁরও ছিড়ে মাটিতে পড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলার শিমরাইল গ্রামের বাসিন্দা নৃপেন ভৌমিক জানান, গত কয়েকদিন ধরে একনাগারে বৃষ্টি হলেও শুক্রবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয়। এ সময় ঘুর্ণিঝড়ের তান্ডবে শিমরাইল গ্রামের দাস পাড়ার প্রদিপ দাসের ২টি টিনের ঘর ধুমরে মুচরে উড়িয়ে নিয়ে যায়। ঝড়ে অনেকগুলো গাছপালা ভেঙে তারের উপর পড়লে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে মেহারী ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদ জানান, ঘুর্ণিঝড়ের পরই ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য শুকনো খাবারসহ সাময়িকভাবে স্বজনদের বাড়িতে থাকার ব্যবস্থা করেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রদিপ দাসের ২টি টিনের ঘর কোথায় উড়িয়ে নিয়ে গেছে সন্ধ্যা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।

কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:বেলাল হোসাইন জানান, মেহারী ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ৬টি পরিবারের ঘর বাড়ি ও গাছ পালা ভেংগে ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে শিমরাইল গ্রামের দাস পাড়ার প্রদিপ দাসের ২টি টিনের ঘর ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এছাড়া একই গ্রামের স্বরস্বতী রানি দাস, মোহন দাস, মাখন চন্দ্র দাস ও একই ইউনিয়নের মেহারী গ্রামের শিব চন্দ্র দাস ও যমুনা পাড়ার চাঁন মিয়ার ঘর-বাড়ি পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।


Shares