Main Menu

কসবাকে মাদক,সস্ত্রাস,জঙ্গি ও ডাকাত মুক্ত সমাজ গড়ার প্রত্যয়- নবাগত ওসি আলমগীর ভুইয়া পিপিএম

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভুইয়া পিপিএম সাংবাদিকদের সাথে বলেন; “আমরা দৃঢ় প্রতিজ্ঞ,মাদক,সস্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার জন্য।” আমরা মাদক এবং সস্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নতির উপর ভিওি করে,আমাদের অভিযান অব্যাহত রাখতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।
আজ সকালে গাজীপুর থেকে সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভুইয়া পিপিএম কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর এক প্রশ্নে জবাবে বিট পুলিশিং কার্যক্রমের  কথা তুলে ধরেন। তিনি বলেন; মাদক ব্যবসায়ী, সন্ত্রাস,জঙ্গিবাদের বিরুদ্ধে এবং ডাকাত প্রতিরোধ কল্পে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি মিডিয়াসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। এই সময় কসবা থানা পরিদর্শক তদন্ত মো: জাকির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির প্রমুখ উপস্থিত ছিলেন। কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহনা টিভির পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার ওসির হাতে তুলে দেন।


Shares