১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজাসহ যুবক আটক
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৬ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আসামীর নাম ও ঠিকানা :: মোঃ ইয়াসিন মিয়া (কালু) (৩২), পিতা- মোঃ দুধ মিয়া, গ্রাম ও ডাকঘর- নুরালাপুর, থানা- মাধবদী, জেলা-নরসিংদী। ধৃত আসামী মোঃ ইয়াসিন মিয়া (কালু) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ অনুযায়ী অবৈধভাবে মাদক বহনের দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিন ইকবাল, সহকারী কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ০৬ (ছয়) মাসের বিনাশ্রম করাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে।
অপরদিকে মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে কসবা উপজেলার দিঘীরপুর নামক স্থানে রাত ৩টায় একটি নিয়মিত অভিযান পরিচালনা করে ৪৯ বোতল হুইস্কি জব্দ করেছে বিজিবি।