শারদীয় দুর্গাপূজা:: টানা ১০ দিন ছুটি আখাউড়া স্থলবন্দরে
ডেস্ক ২৪:: শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিন আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আগামীকাল শনিবার থেকে (৮ অক্টোবর) শুরু হওয়া এ ছুটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। তবে ৯ ও ১০ অক্টোবর শুধু মাছ রপ্তানি হবে। এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সূত্র নিশ্চিত করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গাপূজা এবং ১৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ১৮ অক্টোবর থেকে যথারীতি বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
« ১০ই অক্টোবর খারঘর গনহত্যা দিবসের প্রস্তুতি সম্পূর্ণ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ‘সরদার পেটেল অ্যাওয়ার্ড ২০১৬’ পদক পেল ইসলামী ব্যাংক »