Main Menu

অপরাধীরা সমাজের বন্ধু হতে পারে না : আখাউড়া থানার নবাগত ওসি অং সাই থোয়াই

+100%-

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বহু আলোচিত সীমান্তবর্তী থানা আখাউড়া । গত ২০ অক্টোবর ২০১৩ইং আখাউড়া থানায় নতুন অফিসার ইনচাজর্ (ওসি) হিসেবে যোগদান করেন  অং সাই থোয়াই । তিনি যোগদান করেই আখাউড়ার সকল শ্রেণী-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎসহ কুশল বিনিময় অব্যাহত রেখে চলেছেন। আখাউড়া  থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) অং সাই থোয়াইর সাথে অপরাধপত্র পত্রিকার সম্পাদক ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী গতকাল এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন “পুলিশই জনতা- জনতাই পুলিশ ” তাই আখাউড়াবাসীকে সঠিক সেবার মাধ্যমে  আর সুযোগ্য জেলা পুলিশ সুপারের সঠিক দিক নির্দেশনায় পুলিশই জনগণের বন্ধু তার প্রমাণ করতে চাই। এর জন্য প্রয়োজন সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা। তাই অপরাধীদের সাথে কোনো আপোষ নেই। অপরাধীরা সমাজের বন্ধু হতে পারে না,তাই অপরাধীদের জন্য সুপারিশ ও অন্যায় আবদার না করে অপরাধ প্রতিরোধ কল্পে পুলিশের সহায়তাদানে এগিয়ের আসার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এই সময় সাংবাদিক জহির রায়হান উপস্থিত ছিলেন।






Shares