Main Menu

ট্রেন দূর্ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন তিন কার্যদিবসে

+100%-

 

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে দুইজনের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। আখাউড়া রেল স্টেশনের মাস্টার আব্দুল মোতালেব জানান, রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাজমুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল (টু ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুৎ হয়ে দু’জন নিহত অন্তত ৫০ জন আহত হয়।






Shares