আখাউড়ায় বিএনপির ৪০ নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ের দাপ্তরিক কর্মচারী এরশাদ মিয়া বাদী হয়ে গত সোমবার রাতে দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ এনে এ মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, যুবদল সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদল সভাপতি সহ চল্লিশ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়াও মামলায় ১৫০ জনকে অজ্ঞাত নামা দেখানো হয়েছে। মামলার সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর হরতালের প্রথম দিন রোববার দুপুরে হরতালের সমর্থনে আসামীর নেতৃত্বে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ৩নং স্বাক্ষীর দোকান ভাংচুর করে। তাদেরকে বাধা দিলে অভিযোগকারীসহ অপর স্বাক্ষীদেরকে মারধর করে। আসামীরা ৩নং স্বাক্ষীর ইলেকট্রনিক্সের দোকান লুটপাট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন ও ২লক্ষ টাকার মালামাল নিয়া যায়। বিএনপির আন্দোলনে সরকারী দল ভীত হয়ে হয়রানি করতেই এ মামলা করেছে। এ মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে কসবা-আখাউড়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন। (প্রেস বিজ্ঞপ্তি)
|