আখাউড়ায় ১৪৪ ধারা
প্রতিনিধি : আখাউড়ায় আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে, একই সময়ে সমাবেশ ডাকায় প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করে মঙ্গলবার সকাল থেকে মাইকিং করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুরশিদ শাহরিয়ার জানান, আইন শৃংখলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে।
প্রসঙ্গত, গত রোববার বিএনপির ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে আখাউড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। পরদিন সোমবার পৌর শহরের সড়ক বাজারে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি হলে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে। এতে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। |
« নাসিরনগরে বিজেপি ও বিএনপির পৃথক হরতাল কর্মসুচী পালিত । (পূর্বের সংবাদ)