Main Menu

১১ দিন পর আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু

+100%-

সুমন আহমেদ: টানা ১১ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু হয়েছে। ঈদ, পূজা ও সাপ্তাহিক ছুটি শেষে আজ সোমবার সকাল নয়টার দিকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে।  

আখাউড়া স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ অক্টোবর থেকে টানা ১১ দিন বন্ধ থাকলেও ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধে গত ১২ ও ১৩ অক্টোবর মাছ রফতানি হয়েছে। এছাড়া প্রতিদিনই দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি রাজীব ভূঁইয়া জানান, রফতানিমুখী এ স্থল বন্দরটিতে দীর্ঘ ১১ দিন পর ফের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।






Shares