Main Menu

আখাউড়ায় উচ্ছেদের প্রতিবাদে ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন, রেলপথ অবরোধ

+100%-

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করার প্রতিবাদে মানব বন্ধন ও রেলপথ অবরোধ করেছে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সকালে মোগড়া বাজারে মানব বন্ধন করে শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী। এসময় তারা ঢাকা-চট্টগ্রাম রেলপথের গঙ্গাসাগর এলাকায় দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখে। পরে আখাউড়া থানা পুলিশ ও রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সংশিষ্ট কর্তৃপকে অবগত করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় বিুব্ধরা। জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী মোগড়া বাজারের একটি অংশে ভাসমান ুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন কাঁচামালসহ অন্যান্য নিত্য পণ্য বিক্রি করে আসছিল। সম্প্রতি মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কাউছার ভূইয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল জেলা প্রশাসকের কাছ থেকে জায়গাটি ইজারা বন্দোবস্ত আনে। এর পরিপ্রেেিত গত ২৪ সেপ্টেম্বর ুদ্র ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করে জায়গাটি দখল নেয় লিজ গ্রহীতারা। এসময় ওই স্থানে নির্মিত বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্মৃতি সংসদটিও ভাঙ্গা পরে।  লিজ গ্রহীতারা জায়গাটি দখল নিয়ে ওই স্থানে ৫৪টি দোকান ঘর নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনার পর থেকেই তিগ্রস্থ ুদ্র ব্যবসায়ীরা আন্দোলনে নামে। তিগ্রস্থ ব্যবসায়ী অহিদ মিয়া জানান, সরকার দলীয় একটি প্রভাবশালী মহল সংশিষ্ট কর্তৃপকে ম্যানেজ করে জায়গাটি লিজ এনেছে। আমরা দীর্ঘ দিন এই স্থানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি। এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে। লিজ গ্রহীতাদের অন্যতম মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার ভূইয়া জানান, আমরা সরকারী সকল বিধি বিধান মেনেই জায়গাটি লিজ এনেছি। এখানে কোন অনিয়ম হয়নি। মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোগড়া বাজার কমিটির সভাপতি নান্নু মিয়া জানান, ুদ্র ব্যবসায়ীরাদেরকে অবগত না করেই কর্তৃপ জায়গাটি লিজ দিয়েছে। এমনকি আমাকেও কিছু জানায়নি।






Shares