প্রতিনিধি : আখাউড়ায় টর্নেডো আক্তান্ত মানুষের পাশে দ্বাড়িয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। রবিবার উপজেলা,থানা প্রশাসন এবং নাছরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিরা তাদের একদিনের বেতন ক্ষতিগ্রস্তদের দেওয়ার ঘোষনা দিয়েছেন। এদিকে আখাউড়া খড়মপুর মাজার শরিফের পক্ষ থেকে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ ৫ লাখ টাকা, জেলা বিএনপির সহসভাপতি নাছির উদ্দিন হাজারী আখাউড়ার আমোদাবাদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে প্রায় দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়া আখাউড়া প্রেসকাব ও রির্পোটার্স ইউনিটির পক্ষ থেকে ইউএনও কাছে নগদ ৫ হাজার টাকা,আমোদাবাদ এলাকায় ক্ষতিগ্রস্ত চারশ মানুষের মাঝে কাপর বিতরণ করেন। তাছাড়া আগামীকাল প্রেসকাব এবং রিপোটার্স ইউনিটির উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ হাজার টাকার শুকনো খাবার বিতরণ করা হবে। পৌর শহরের দেওয়ান মার্কেট বিতরণ করেছেন মাংস এবং চাল। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বশিরুল হক ভূইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
|