Main Menu

স্কুলছাত্রীকে থাপ্পর, আখাউড়ায় ইভটিজারকে ৩ মাসের কারাদন্ড

+100%-


প্রতিনিধি :  ইভটিজিং ও এক স্কুল ছাত্রীকে লাঞ্চিত করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ইভটিজারকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশিরুল হক ভূইয়া’র ভ্রাম্যমান আদালত এ রায় দেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম রানা চৌধুরী। তার বাড়ি পৌর শহরের কলেজ পাড়ায়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, প্রাইভেটে যাওয়া আসার পথে এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো রানা চৌধুরী। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলা কম্পাউন্ডের ভেতর রানা চৌধুরী তাকে প্রেম নিবেদন করে। ওই ছাত্রী তাতে অপারগতা প্রকাশ করলে রানা তাকে থাপ্পর মারেন। এ সময় আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।






Shares