প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। উপজেলা সদরের দেবগ্রাম শিববাড়িতে রোববার থেকে এই মেলা শুরু হয়। সকালে শত শত হিন্দু ধর্মাবলম্বী নারীরা মন্দিরে গিয়ে শিব লিঙ্গকে দুধ দিয়ে স্নান করিয়ে পূজা-অর্চনা করেন। এদিকে, প্রতি বছরের ন্যায় এবারও মন্দির এলাকায় মেলা বসেছে। মেলায় দোকানীরা মুড়ি-মুড়কির পাশাপাশি শিশুদের মাটির খেলনার পসরা সাজিয়ে বসেছে। সোমবার মেলার শেষ দিন।
|