Main Menu

তিনদিন বন্ধের ফাঁদে আখাউড়া স্থলবন্দর

+100%-

প্রতিনিধি : টানা তিনদিন বন্ধের ফাঁদে পড়েছে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন বন্ধ থাকার বিষয়টি স্থলবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তবে এসময় দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ৬০ সদস্য বিশিষ্ট বিধানসভা নির্বাচন গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বুধবার ফলাফল ঘোষণা করা হবে। এজন্য সেদেশের ব্যবসায়ীরা বুধ ও বৃহস্পতিবার আমদানি-রফতানি করবেনা বলে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আগেই জানিয়েছে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। এসব কিছু মিলিয়ে বুধবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল  বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা এবং সাপ্তাহিক ছুটির কারণে আজ থেকে টানা তিনদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।’






Shares