Main Menu

আখাউড়ার ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

+100%-

শামীম-উন-বাছির :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফারুক আহম্মেদ তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার প্রেসকাব ও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই ইউপি সদস্য তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানান। পাশপাশি ঘটনার চক্রান্তের সাথে জড়িত শফিক মিয়া নামে এক ব্যক্তির বিচার দাবি করেন।
লিখিত বক্তব্যে ফারুক আহম্মেদ বলেন, শফিক আইনশৃংখলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে প্রতিনিয়তই সাধারণ মানুষকে হয়রানি করছে। এমনকি সে তার কাছে চাঁদাদাবি করে। গত ১ ফেব্রুয়ারি উপজেলার জাঙ্গাল গ্রামের তাজুল ইসলাম ও দুলাল মিয়ার লোকজনের মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন জাঙ্গাল গ্রামের শফিক মিয়াকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। এরই মধ্যে শফিক ইন্দন দিয়ে দুলাল মিয়ার স্ত্রী’র মাধ্যমে থানায় আমাকে আসামী করে মামলা করায়।






Shares