Main Menu

সাগর-রুনি হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে, আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

+100%-

প্রতিনিধি : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে বুধবার মানববন্ধন করেছে জেলার আখাউড়ার সাংবাদিকরা। প্রেসক্লাব এবং রির্পোটার্স ইউনিটির উদ্যেগে পৌর শহরের মটরস্ট্যান্ডে ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রেসকাব আহবায়ক আলহাজ মো,রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের জেলা সভাপতি আলহাজ মুছলেহ উদ্দিন,বিএনপি নেতা হাসিব হুমায়ুন,এয়ার হোসেন শামিম,যুবলীগ নেতা জাবেদ আহামেদ খান,আবু কাউসার ভ’ইয়া,প্রেসকাবের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবলু, নিউএজের জেলা প্রতিনিধি হান্নান খাদেম,রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সাপ্তাহিক সুশীল সমাজের ডাকের সম্পাদক রাকিবুল ইসলাম, যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু,সাংবাদিক শরিফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,‘আরকতদিন পার হলে সরকারের ৪৮ ঘন্টা পূরণ হবে তা সাংবাদিক সমাজ জানতে চাই। যতদিন সাগর-রুনি’র হত্যাকারিরা গ্রেপ্তার না হবে ততদিন তারা মাঠ ছেড়ে যাবেনা। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচিতে সংহতি জানিয়ে মাঠে থাকবে আখাউড়ার সাংবাদিকরাও।’
মানবন্ধন চলাকালে সড়ক বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল পারভেজ,প্রেসকাব সদস্য সচিব জুটন বনিক,যুগ্ম আহবায়ক জামির হোসেন,কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু,নয়াদিগন্তের আখাউড়া প্রতিনিধি নূরুন্নবী ভ’ইয়া,দৈনিক ভোরের কাগজের আখাউড়া প্রতিনিধি কাজি মফিকুল ইসলাম,রির্পোটার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক হৃদয়,সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম,মুক্তখবরের আখাউড়া প্রতিনিধি হাবিবুর রহমান,ক্রাইম ডাইরির প্রতিনিধি রতন পারভেজ,সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন খান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শামিম মোল্লা,সৈয়দ যুবরাজ শাহ রাসেল,ছাত্রদল নেতা শামীম শিশির,সংস্কৃতিকর্মী সফিকুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।






Shares