আখাউড়া থানার ওসি ও দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন স্থল বন্দরের ব্যবসায়ী
আখাউড়া স্থল বন্দরের এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, হত্যা চেষ্টা ও চাঁদাবাজীর অভিযোগে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও এসআই খায়রুল বাসার, এসআই মহসিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন আখাউড়া স্থল বন্দরের ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন। তিনি উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল অহিদের পুত্র। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোরসেদ আল মামুন ভূঞা মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে. আখাউড়া থানায় যোগদান করার পর থেকেই ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম তার অধিনস্থ, এসআই খায়রুল বাসার, এসআই মহসিনের মাধ্যমে এবং সরাসরি চাঁদা দাবী করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৯ মার্চ বিকেলে দেলোয়ারকে থানায় ডেকে উলে¬খিত আসামীরা মারধোর করে হত্যার চেষ্টা চালায়। এরপর বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করে। শুধু তাই নয়, দেলোয়ারের পরিবারের লোকজনকেও হয়রানী করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তার এসআইদের দৌরাত্বে বন্দরের ব্যবসা চালাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখিন হন ব্যাবসায়ী দেলোয়ার। ইতিপূর্বে ব্যবসায়ী দেলোয়ার প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন। আখাউড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে মামলার বাদীই ভাল বলতে পারবেন, আমি কিছু বলতে চাইনা। |
« বিজয়নগরে মাদক বহনের দায়ে দুই যুবকের কারাদন্ড (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) গাঁজাসহ প্রবাসীর স্ত্রী গ্রেফতার »