Main Menu

ভারতে চিকিৎসা করতে গিয়ে পিতা-পুত্র করোনায় আক্রান্ত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত বাংলাদেশী পিতা-পুত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ পিতা-পুত্রের আক্রান্ত হওয়ার বিষয়টি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশকে জানিয়েছে। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।

আক্রান্ত পিতার বয়স ৫৬ বছর ও পুত্রের বয়স ২৩ বছর। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার পশ্চিম কদুরখিল এলাকায়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে আটজন গত বুধবার (১ জুলাই) দেশে ফিরেন। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর নিয়ম অনুযায়ী তাদেরকে চেকপোস্ট থেকে সরাসরি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়।

ওই বাংলাদেশিরা করোনাভাইরাস পরীক্ষার জন্য গত ১লা জুলাই ত্রিপুরা রাজ্যের আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের ভাইরাল রিসার্স ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে নমুনা দিয়ে এসেছিলেন। এর মধ্যে আজকে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানানোর পর আমরা আমাদের ঊর্ধ্বতনদের অবগত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ বলেন, ভারত ফেরত পিতা-পুত্র করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। যেহেতু তারা আক্রান্ত হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে৷






Shares