Main Menu

করোনা আতঙ্কে আখাউড়া বন্দরে যাত্রী পারাপার বন্ধ, মাস্ক ব্যবহারের শর্তে চালু

+100%-

করোনা ভাইরাসে দেশে তিন জন আক্রান্ত হওয়ার খবরে বিশেষ সতকর্তায় চলছে আখাউড়া্ স্থল বন্দরনে যাত্রী পারাপার। আগের চেয়ে অধিকতর যাচাই বাছাই করে যাত্রীদের পারাপারের অনুমতি দেয়া হচ্ছে। দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবরে বিশেষ সতর্ক অবস্থায় যাত্রী পারাপার চলছে। শারিরিক পরীক্ষার পাশাপাশি প্রত‌্যেক যাত্রীকে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পড়ায় সকালে কিছু সময়ের জন্য যাত্রী নেয়া বন্ধ করে দেয় ভারত। এরপর বাংলাদেশও যাত্রী প্রবেশ বন্ধ করে দেয়। পরে মাস্ক পড়ে যাত্রী পারাপার শুরু হয়। তবে ভাইরাস পরীক্ষায় পর্যান্ত যন্ত্রপাতির স্থাপনের দাবি যাত্রীদের।

আখাউড়া স্থল বন্দরের ইমিগ্রেশন অফিসার আব্দুল হামিদ জানান, সকালে ভারতীয় ইমিগ্রেশন যাত্রীদের প্রবেশ করতে দিচ্ছিলনা। পরে মাস্ক পড়ে যাওয়ার শর্তে যাত্রী পারাপার শুরু হয়েছে। যাত্রীরা অন্যান্য দিনের চেয়েও সচেতন।






Shares