Main Menu

ইঞ্জিন সংকটের কারণে সিলেট-চট্টগ্রাম রুটের জালালাবাদ এক্সপ্রেস ট্রেন বন্ধ ঘোষণা

+100%-

সিলেট-চট্টগ্রাম-সিলেট পথে চলাচলকারী দুটি মেইল ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩ আপ ও ১৪ নম্বর ডাউন জালালাবাদ এক্সপ্রেস নামে ট্রেন দুটির চলাচল শনিবার থেকে বন্ধ রয়েছে। ফলে ওই পথের ‘ফাঁড়ি’ স্টেশনের যাত্রীদেরকে দুর্ভোগে পড়তে হবে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, লোকোমোটিভ (ইঞ্জিন) সংকটের কারণে ট্রেন দুটির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সংকট কাটিয়ে যেকোনো সময় ট্রেন দুটি চালু করা হবে বলা হলেও নির্ধারিত সময় কেউ বলতে পারছেন না। ১৩ নম্বর জালালাবাদ এক্সপ্রেস ট্রেন প্রতিদিন রাত আটটা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে পরদিন বেলা সোয়া ১২টায় সিলেট পৌঁছত। ১৪ নম্বর ডাউন জালালাবাদ এক্সপ্রেস ট্রেন প্রতিদিন রাত ১০টা ১০ মিনিটে সিলেট থেকে ছেড়ে পরদিন বেলা ১২টায় চট্টগ্রাম পৌঁছত। মেইল এই ট্রেনটি বেশ কিছু ‘বড়-ছোট’ স্টেশনে যাত্রাবিরতি দিত।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন ট্রাফিক বিভাগের বরাত দিয়ে জানান, মালবাহী ট্রেনের জন্য এখন বাড়তি লোকোমোটিভের প্রয়োজন হচ্ছে। যে কারণে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।






Shares