Main Menu

আখাউড়ায় বসতবাড়ি আগুনে পুড়ে ১৫ লাখ টাকার হ্মতি

+100%-
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের একটি বসতবাড়িতে আগুন লেগে  সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে।
আজ বুধবার ভোর রাত প্রায় সাড়ে ৩ টার সময়  মনির হোসেনের বাড়িতে রহস্যজনকভাবে আগুন লাগে।
বাড়ির মালিক মো. মনির হোসেন জানান, অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বসতঘরসহ ঘরের আলমারিতে থাকা  নগদ ৩ লাখ ৯২ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, ১টি পালসার মোটর সাইকেল, টিভি, ফ্রিজ, মূল্যবান আসবাবপত্র, দলিলপত্র, শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।  ঘণ্টাব্যাপী আগুনে ভস্মীভূত হয়ে পুরো বাড়ি ও মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।হ্মতিগ্রস্থ পরিবারের মালিক মনির হোসেন সাংবাদিককে জানান, কেউ হয়তো আমাদের হত্যা করার জন্য আগুন লাগিয়েছে।        খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টার আগেই সম্পূর্ণ ঘর ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি হ্মতিগ্রস্থ পরিবারকে সরকারী সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আখাউড়া থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ক্ষতিগ্রস্ত মনির হোসেন।





Shares